দ্য ওয়াল ব্যুরো: সদ্য প্রাপ্তবয়স্কের তকমা লেগেছে গায়ে। তার পরই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চার বছরের খুড়তুতো বোনকে ধর্ষণে অভিযুক্ত ১৮ বছরের যুবক। ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনা জেলার।
সোমবার ঘটনাটি ঘটার পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যে গ্রামের নাম উঠে এসেছে ঘটনায়, সেটি উচেরা থানার অন্তর্গত, জেলা সদর দফতর থেকে ৩৩ কিলোমিটার ভেতরে।
#REL
পুলিশ সূত্র মারফত জানা গেছে, জাম খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে ডেকে নিয়ে যায়। গ্রামের কাছের রেললাইনের আশপাশে থাকা ঝোপের ধারে তাকে ধর্ষণ করে।