দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই মীনা কুমারীর বায়োপিক নিয়ে বলিপাড়ায় গুঞ্জন চলছে। আর এবার সেই খবরে সিলমোহর পড়তে চলেছে! কিংবদন্তী অভিনেত্রী মীনা কুমারীর ভূমিকায় কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে। ছবির স্বত্ব সিদ্ধার্থ পি মালহোত্রা এবং সারেগামা ও অমরোহী পরিবার মিলে নিয়েছেন। সম্প্রতি কিয়ারাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নির্মাতাদের মতে, মীনা কুমারীর চরিত্রে কিয়ারাই সবচেয়ে ভালোভাবে নিজেকে খাপ খাওয়াবেন। চিত্রনাট্য শোনার পর কিয়ারাও মুগ্ধ হয়েছেন বলে খবর, যদিও চূড়ান্তভাবে এখনও তিনি সম্মতি দেননি।
#REL