দ্য ওয়াল ব্যুরো: বলিউড এমন এক জগৎ যেখানে প্রতিনিয়ত নতুন আর প্রতিভাবান শিল্পীর আগমন হয়, আর অনেকেই চুপিসারে চলেও যান, দর্শকরা খেয়ালও করে না। এমনই একজন অভিনেতা ছিলেন গিরিশ কুমার, যিনি ২০১০-এর শুরুর দিকে আত্মপ্রকাশ করেছিলেন —যখন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন আর সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা বলিউডে নাম লিখিয়েছিলেন।
সাফল্য দিয়ে শুরু, তবু কেরিয়ার কেটে গেছে অচিরেই