শুভদীপ বন্দ্যোপাধ্যায়
একসূত্রে বাঁধা ৩ গল্প নিয়ে একটিই ছবি। সত্যজিৎ রায় বানিয়েছিলেন 'তিন কন্যা', চিদানন্দ দাশগুপ্ত বানিয়েছিলেন 'বিলেত ফেরত' ছবি। সেই ধারা আবার টালিগঞ্জে ফিরে এল 'ভূতপূর্ব' ছবির হাত ধরে। শুক্রবার ২৭ জুন রথযাত্রার দিন সাড়ম্বরে মুক্তি পাচ্ছে 'ভূতপূর্ব'। রিলিজের প্রাক্কালে সেই ছবির প্রথম গল্প 'মণিহারা'র নায়িকা অমৃতা চট্টোপাধ্যায় অকপটে গল্প করলেন দ্য ওয়াল আড্ডায়।