দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের সংখ্যা আরও বাড়ল। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নির্যাতিতার এক সহপাঠীকেও গ্রেফতার করেছে। পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকের ঠিক পরপরই পুলিশ ওই যুবককে পাকড়াও করে।
দুর্গাপুরের মেডিক্যাল কলেজের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় নতুন তথ্য জানাল পুলিশ। তদন্তে উঠে এসেছে, ঘটনায় মূল অভিযুক্ত একজনই। তবে ঘটনাস্থলে উপস্থিত অন্যদের ভূমিকা নিয়েও চলছে বিস্তারিত অনুসন্ধান। মঙ্গলবার, অর্থাৎ ঘটনার চার দিন পর এই তথ্য জানিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
#REL