দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার চাকরি বিক্রির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর চার্জশিট নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ নির্দেশ দেয়, সিবিআই তাদের দাবি সমর্থনে কী তথ্য বা নথি (documents on job sale) পেয়েছে তা জানাতে হবে। পাশাপাশি, এসএসসি-কে মেধাতালিকা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
#REL
সিবিআইয়ের চার্জশিটে কী বলা হয়েছে?