দ্য ওয়াল ব্যুরো: ডিএ ( DA Case) কোনও অনুগ্রহ নয়, এটা সরকারি কর্মীদের ন্যায্য অধিকার—বুধবার ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই সুর শোনা গেল সুপ্রিম কোর্টে (Supreme Court Bench)। প্রশ্ন উঠল, দিল্লি কিংবা চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলে, রাজ্যের কর্মীরা কেন বঞ্চিত?
বেঞ্চে মামলাকারী কর্মীদের আইনজীবী গোপাল চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, “২০০৯ সালের রিভাইজড পে অ্যান্ড অ্যালোয়েন্স রুলস অনুযায়ী ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ডিএ প্রযোজ্য হওয়ার কথা। অথচ সরকার ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের বকেয়া দিতে চাইছে না।”