দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের তালিকা প্রকাশ-সহ তিন দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের (SSC) অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার (Group C and D) মঞ্চের সদস্যরা। থালা, বাটি হাতে এদিন বিক্ষোভে শামিল হন তাঁরা।
অন্যদিকে একই দাবিতে এদিন কসবায় বিক্ষোভ দেখাল এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসও (DSO)। কসবায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন ডিএসও-র কর্মীরা। ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনাও ছড়িয়ে পড়ে।