দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ এখন অনেকটাই মায়াভরা। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যখন আজ মহাকাশ পাড়ি দিল অ্যাক্সিয়ম-৪ মিশন। সঙ্গে শুধু বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর লক্ষ্য শুধু গবেষণা নয়, মহাকাশে থাকছে এক বিশেষ আকর্ষণ ‘জয়’।
একেবারে শব্দের আক্ষরিক অর্থেই আনন্দের প্রতীক জয়, একটি পাঁচ ইঞ্চির তুলতুলে শিশু রাজহাঁস।
এই ছোট্ট হাঁসটিই হতে চলেছে আন্তর্জাতিক মহাকাশ অভিযানের জিরো-গ্র্যাভিটি ইন্ডিকেটর। তবে এই রাজহাঁসের ডানায় ভর করেই ছড়িয়ে পড়ছে এক গভীর বার্তা। জয় এই মিশনের আবেগের হৃদস্পন্দন, যা বহন করছে সংস্কৃতির মেলবন্ধন আর শিশুসুলভ বিস্ময়ের গল্প।
#REL