দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব দিল্লির অশোক নগরে নিজের বাড়ির পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ১৯ বছরের এক তরুণীর। অভিযোগ, ওই তরুণীকে ইচ্ছাকৃতভাবে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছেন এক যুবক। মৃতার নাম নেহা। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ বছরের তৌফিককে। যিনি উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি প্রথমে জানানো হয় জ্যোতি নগর থানায়। গুরুতর আহত অবস্থায় নেহাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুরু তেজ বাহাদুর (GTB) হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।
#REL