দ্য ওয়াল ব্যুরো: টাকার লোভে বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করলেন ব্যক্তি। মৃতের নাম ললিত অধিকারী (৭৪)। বাড়ি কলকাতার শিশির কুমার দা রোডে। খুনের কথা জানিয়ে নিজেই বরানগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত গৌতম অধিকারী। ঘটনার তদন্তে পুলিশ।
গৌতম অধিকারী পেশায় অটো চালক। সোদপুর মোড়ে অটো চালান। তাঁর দিদি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ভাই সারাদিন বিভিন্নরকমের নেশা করত। মাঝেমধ্যেই টাকা চাইত বাবার থেকে। টাকা না পেয়ে হঠাৎ মধ্যরাতে খুন করে। সকালে নিজেই পুলিশের কাছে যায়।
#REL