দ্য ওয়াল ব্যুরো: সকালে অনেকেরই বাড়ির ছোট থেকে বড়দের ব্রেকফাস্টে ফল থাকবেই। কেউ কেউ সেক্ষেত্রে কলাকে ভাল এবং সুষম অপশন হিসেবে বেছে নেন। কেউ কেউ মনে করেন শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে একমাত্র কলা-ই। সেকথা অনেকাংশে ঠিকই।
ডিজিটাল যুগে তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ভাইরাল হয়। সম্প্রতি তেমনই ভাইরাল একটি পোস্টে দাবি করা হয়েছে, ‘A banana a day, keeps the cardiologist away’। অর্থাৎ, প্রতিদিন একটি করে কলা খেলে হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়বে না। বিষয়টি শুনতে যেমন আকর্ষণীয়, তেমনই এটি এক বিভ্রান্তিকর তথ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সত্যিই কি তাই?