দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশ মতো, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনল রাজ্য। সেই রিপোর্টের ১৩১ নম্বর পাতার ১২.৪ পয়েন্টে বলে হয়েছে, এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে, এমনটা মনে করছে না ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্ট।
এই রিপোর্ট দেখে সরকারিরা কর্মচারীদের একাংশ উদ্বেগ প্রকাশ করছেন। কারণ, ২৭ তারিখের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখনও তার বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যদিও এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ করা রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ডিএ-নির্দেশের কোনও সম্পর্কই নেই।
#REL