দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ তাঁর আসন্ন কমেডি ছবি 'সর্দার জি ৩' নিয়ে জোর বিতর্কে জড়িয়েছেন। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের শিকার তিনি। কারণ—ছবিটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে, এবং এতে রয়েছেন একাধিক পাকিস্তানি শিল্পী।
২৭ জুন 'সর্দারজি ৩' পাকিস্তানে মুক্তি পেতে চলেছে। লাহোর, করাচি, ইসলামাবাদ, ফয়সালাবাদ, শিয়ালকোট-সহ একাধিক শহরের সিনেমা হলের স্ক্রিনিং তালিকা ইতিমধ্যেই ভাইরাল। ভারতের বহু দর্শকের মতে, সীমান্তের ওপারে এমন সময়ে ছবির মুক্তি অত্যন্ত অযৌক্তিক।