দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রা শান্তিপূর্ণ রাখতে কড়া ব্যবস্থা প্রশাসনের। যাত্রাপথে এবার থেকে আর বেসবল ব্যাট, হকি স্টিক বহন করা যাবে না, সাফ জানিয়ে দেওয়া হল রবিবার। প্রশাসনের মতে, সম্প্রতি ডিজে বাজানোকে কেন্দ্র করে কাঁওয়ার যাত্রীদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। সেই সবের পুনরাবৃত্তি ঠেকাতেই এই সিদ্ধান্ত।
প্রশাসনের তরফে নির্দেশে বলা হয়েছে, 'কাঁওয়ার যাত্রীদের জানানো হচ্ছে, তাঁরা যেন যাত্রার পথে হকি স্টিক বা বেসবল ব্যাটের মতো বস্তু না বহন করেন।' তবে ধর্মীয় প্রতীক বহনে কোনও বাধা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিশূলের মতো ধর্মীয় প্রতীক বহন করা যাবে।