প্রিয়া ধর
১৯৭৫ সালের ২৫ জুন। ভারতের ইতিহাসে মনে রাখার মতন একটি দিন। এই দিনটিতেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) গোটা দেশ জুড়ে জরুরি অবস্থা (Emergency) জারি করেছিলেন। বুধবার সেই জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ হয়েছে। এতগুলি বছর পরেও এই বিষয়টি নিয়ে এখনও চর্চা হচ্ছে। প্রশ্ন উঠছে। আজকের দিনে দাঁড়িয়েও বুঝে নিতে হচ্ছে আমাদের গণতন্ত্র সুরক্ষিত কিনা। এই বিষয়ে জানতে দ্য ওয়ালের (The Wall.in) তরফে যোগাযোগ করা হয় রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের (Subhamoy Maitra) সঙ্গে। তিনি আমাদের বোঝালেন একাল সেকালের জরুরি অবস্থার পার্থক্য।