দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন জোহরান মামদানি। এই শহরের প্রথম ভারত বংশোদ্ভূত মুসলিম মেয়র হলেন তিনি, সেই সঙ্গে সবচেয়ে কনিষ্ঠ মেয়রও। জয়ের পর ভাষণে শেষ পর্যন্ত বলিউডের ছোঁয়া। বাজল 'ধুম মাচালে'।
সেই সুরের সঙ্গে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই ডেমোক্র্যাট নেতা। মঞ্চে এগিয়ে গিয়ে আলিঙ্গন করেন স্ত্রী রামা দুয়াজিকে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠে আসেন তাঁর বাবা, উগান্ডার প্রখ্যাক চিন্তাবিদ, অধ্যাপক মাহমুদ মামদানি এবং মা, ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।
#REL