দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের জোয়ারের গর্জন, রঙিন আলোকসজ্জা, কীর্তনের ছন্দ আর চন্দনের সুগন্ধ মিলে শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দিঘা। সমুদ্রের পাড়ে এই প্রথম আয়োজিত হল জগন্নাথদেবের মহারথযাত্রা।
বছরের পর বছর ধরে পুরীতে যে রথযাত্রা দেখতে ছুটে যান ভক্তরা, এবার সেই অভিজ্ঞতা মিলল পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। উৎসবের জোয়ারে নতুন পরিচয়ে আবির্ভূত হল দিঘা, যার প্রতিটি অলিগলি এখন কীর্তনের ছন্দে মুখর।