দ্য ওয়াল ব্যুরো: নতুন সিনেমা 'Heads of State'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন এক রূপোলি রঙের সরল অথচ স্টাইলিশ গাউনে দেখা গেল তাঁকে। হালকা মেকআপ, সোজা করে পিছনে টানা খোলা চুল, কানে হীরের দুল—সব মিলিয়ে তাঁর লুক ছিল একেবারে অনবদ্য।
গাউনটির ডিজাইন ছিল ৯০-এর দশকের ধাঁচে। গলার কাছে হালকা ভাঁজ আর ঝকঝকে কাপড়ের ঝলক ছবির প্রিমিয়ারে এনে দিল এক গ্ল্যামারাস মুহূর্ত। গলায় কোনও গয়না পরেননি প্রিয়াঙ্কা। হাতে ছিল কেবল কয়েকটি আঙটি। পায়ে ছিল কালো পয়েন্টেড হিল।
#REL