দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বড়সড় বাণিজ্যিক চুক্তির ইঙ্গিত দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে দুই দেশের প্রতিনিধি দল চারদিনব্যাপী ‘ক্লোসড ডোর’ আলোচনায় বসেছিল। হোয়াইট হাউসের ‘Big Beautiful Event’-এ ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে তাঁর একটি ‘বড় চুক্তি’ হয়েছে।
তাঁর কথায়, ‘সবাই চায় একটা বড় চুক্তির অংশ হতে। কয়েক মাস আগে সংবাদমাধ্যম অনেক প্রশ্ন করছিল। সেই প্রসঙ্গেই বলি, আমরা কালই চিনের সঙ্গে চুক্তিসাক্ষর করেছি। বেশ কিছু বড় চুক্তি করছি। আমাদে আরও একটা চুক্তি হতে চলেছে, হয়তো ভারতের সঙ্গে।’