দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল নিয়ে চিনকে ফের কড়া বার্তা দিল ভারত (India-China Relation)। নয়া দিল্লির তরফে বলা হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই প্রদেশকে কেন্দ্র করে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হোক তা কখনই কাম্য নয়। বেজিং প্রশাসন যেন এটা বিবেচনায় রেখে অগ্রসর হয়।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই প্রতিক্রিয়ার কোনও জবাব চিন এখনও দেয়নি। তবে মনে করা হচ্ছে বেজিং পাল্টা প্রতিক্রিয়া দেবে (India-China Relation)।