দ্য ওয়াল ব্যুরো: একে শহরের ১৪৮তম ঐতিহ্যবাহী রথযাত্রা (Rath Yatra), তার উপর কাতারে কাতারে মানুষ, বাজনা, উলুধ্বনি—চারদিকে লোকারণ্য, মহাধুমধাম। আর সেই আবহেই আমদাবাদের (Ahmedabad) খাদিয়া এলাকায় আচমকা বেসামাল হয়ে পড়ে একটি হাতি। তারপর দে ছুট! মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন।
রথযাত্রার দিন, আমদাবাদের রাস্তায় এ বছর যেমন ছিল ধর্মীয় ভক্তি, তেমনই ছিল দৌড়ঝাঁপ। প্রতিবারের মতো এ বারও রথযাত্রার অন্যতম আকর্ষণ ছিল হাতির মিছিল। মোট ১৬টি হাতিকে আনা হয়েছিল উৎসবে। তার মধ্যেই এক পুরুষ হাতি হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।