দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে (Sundarban) কুমিরের সংখ্যা আরও বাড়ল (Crocodile Increased)! সুন্দরবন টাইগার রিজার্ভের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে (Government Reports), ২০২৪-’২৫ সালের সমীক্ষা অনুযায়ী আনুমানিক ২৪২টি কুমির রয়েছে সুন্দরবনে। এর আগে সংখ্যাটি ছিল ২০৪ থেকে ২৩৪-এর মধ্যে।
ডাইরেক্ট ও ইনডাইরেক্ট সাইটিং-এর ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমীক্ষার সময় যা চোখে পড়েছে, তার বাইরেও আরও কুমির থাকতে পারে। কারণ সমীক্ষার সময় সব প্রাণীকে ধরা সম্ভব হয় না।