দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য (Big Opportunity State Government Employees) বড় সিদ্ধান্ত নবান্নের (Nabanna)। রাজ্যের সরকারি কর্মীদের লিভ ট্র্যাভেল কনসেশনের (LTC) মেয়াদ এবার একবছর বৃদ্ধি করল রাজ্য। একইভাবে হোম ট্র্যাভেল কনসেশন (HTC) এর সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।
ইতিমধ্যে অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা প্রকাশ্যে আসতে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। এর ফলে, যারা নির্ধারিত সময়ের মধ্য়ে এই এলটিসির সুবিধা নিতে পারেননি, তারা আগামী এক বছরের মধ্যে তা গ্রহণ করতে পারবেন।
#REL