দ্য ওয়াল ব্যুরো: খিদিরপুর জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে উদ্যাপিত হল রথযাত্রা ২০২৫। ২৭ জুন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী রথযাত্রা, যা খিদিরপুর হয়ে পৌঁছয় ভবানীপুরের নর্দান পার্কে। আগামী ৫ জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
রথ টানার আগে পালিত হয় ‘ছেড়া পাহাড়া’—ভক্তির প্রতীক এই প্রাচীন আচারটি সসম্মানে পালন করেন বিএমডব্লিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শ্রী রাম গোপাল বানসাল। পুরো রথযাত্রা উৎসব জুড়ে ছিল ভক্তি ও সঙ্গীতের আবহ।