দ্য ওয়াল ব্যুরো: 'এ বুটকুন...দো কাপ চায়ে বানাও কাড়াক!!'
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ যাঁরা দেখেছেন, তাঁদের কাছে উপরের এই সংলাপ বেশ চেনা। এমনকী চিন্তায় পড়লেই কার বুটকুনের চায়ের প্রয়োজন পড়ত, তা আর আলাদা করে বলার জায়গা থাকে না। কথা হচ্ছে ‘ভূষণ’ ওরফে ‘বনরাখস’-এর। ‘প্রধানজি’, ‘সচিবজি’র পাশাপাশি দর্শকদের সবচেয়ে বেশি মনে থেকে গিয়েছে এক চরিত্র—‘বনরাখস’। প্রথম সিজনে ছোট্ট একটি চরিত্রে দেখা গেলেও, এখন তিনি এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি মুখ। তবে এই 'বনরাখস'-এর পর্দার বাইরে জীবনটা ঠিক কেমন? কে এই দুর্গেশ কুমার?
ইঞ্জিনিয়ারিং ছেড়ে থিয়েটারে