দ্য ওয়াল ব্যুরো: টিসিএসের (TCS) নতুন ক্যাম্পাসের ঘোষণার পর এবার আরও একটি সুখবর। হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) কারখানা খুলতে চলেছে সুইৎজারল্যান্ডের অটোমেটেড পার্কিং প্রযুক্তি সংস্থা সোটেফিন ভারত (Swiss company)। রাজ্যের দাবি, বাংলায় এই মুহূর্তে বিনিয়োগের আদর্শ জায়গা, তাই ক্রমেই শিল্পে বিনিয়োগের জোয়ার বাংলায় (Investment in Bengal)।
সোটেফিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কারখানা বছরে ১০ হাজার অটোমেটেড কার পার্ক এবং ২৫টি অটোমেটেড পার্কিং প্রজেক্ট তৈরির লক্ষ্যে কাজ করবে। শুধু দেশের বাজার নয়, আমেরিকা ও দুবাইতেও এই প্রযুক্তি রফতানি করা হবে।
#REL