দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার নাগরিকত্ব আইনে পরিবর্তন আনার জন্য ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নেওয়া উদ্যোগে আপত্তি জানিয়েছে ফেডারেল আদালতগুলি। কিন্তু শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট (Supreme Court) নিম্ন আদালতগুলিকে তাদের সীমারেখা মেনে চলার নির্দেশ দিয়ে ট্রাম্পকে কিছুটা স্বস্তি দিয়েছে।
শীর্ষ আদালতের মতে, প্রশাসনিক সিদ্ধান্তে বিচারবিভাগের নিয়ন্ত্রণ থাকলেও তা সর্বদা নিরবচ্ছিন্ন হতে পারে না। বিচারবিভাগের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তবে আদালত ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নতুন নাগরিকত্ব আইন কার্যকর করা যাবে না।
#REL