দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) থেকে নয়টি পণ্য এখন থেকে আর স্থল বন্দর (Land port) দিয়ে আমদানি করবে না ভারত (India)। একমাত্র মুম্বইয়ের নভোসেবা বন্দর (Nava Seva port at Mumbai) ব্যবহার করে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতে ওই নয় ধরনের পণ্য রপ্তানি করতে পারবেন।
পণ্যগুলির মধ্যে আছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের জারি করা নয়া নিষেধাজ্ঞার অর্থ হল ভারত ওই পণ্যগুলি আর বাংলাদেশের কাছ থেকে নিতে আগ্রহী নয়। তাই স্থল বন্দর ব্যবহারের সুযোগ বন্ধ করে দিল। এরফলে বাংলাদেশ সরকারের পাশাপাশি সে দেশের রপ্তানিকারকেরাও বিপাকে পড়বেন।