দ্য ওয়াল ব্যুরো: জুন মাসের শেষেই ফের নিম্নচাপের দাপট। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিনে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “এবারের নিম্নচাপের গতিপ্রকৃতি ১৭ জুনের মতোই। সেবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীগুলির জলস্তর বেড়েছিল, এমনকি বন্যাপরিস্থিতিও তৈরি হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতি হতে পারে।”