দ্য ওয়াল ব্যুরো: কেউ ডাকত ম্যাঙ্গো, কেউ দাদা। ক্ষমতার দাপটে চালাত 'দাদাগিরি'। আর সেই দাপট এমনই যে অনেকে তার নামও উচ্চারণ করার সাহস পেত না। পরিবর্তে ডাকতে হত, 'এম এম' অর্থাৎ মনোজিৎ মিশ্র! কলেজে কান পাতলে এখন শুনতে পাওয়া যাচ্ছে, কলেজের অন্দরে তার এই ক্ষমতা এতটাই প্রবল ছিল যে কেউই বিরোধিতা করার সাহস পেত না।
কসবার আইন কলেজে (Kasba Law College Rape Case) ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্র (Manojit, Mishra)। সঙ্গে গ্রেফতার আরও দুই অভিযুক্ত। মূল অভিযুক্ত মনোজিৎ ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং চুক্তিভিত্তিক কর্মী।