দ্য ওয়াল ব্যরো: প্রকৃতির ডাক বলে কথা। গুজরাতের একটি মামলায় ভার্চুয়াল শুনানি চলাকালে এক মামলাকারী টয়লেট থেকে অংশ নিয়েছেন। কমোডে বসে তিনি বিচারপতির সঙ্গে কথা বলেন। কমোডে বসে কথা বলার দৃশ্য বিচারপতির চোখ এড়িয়ে গেলেও লাইভ স্ট্রিংমিংয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে।
করোনার সময় থেকেই গুজরাত হাই কোর্টে আইনজীবী ও মামলাকারীদের ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিচারপতি নির্জর এস দেশাইয়ের এজলাসে শুনানি চলার সময় দেখা যায় একজন ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়েছেন। পরিচয় লেখা 'সামাদ ব্যাটারি'।
#REL