দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে বাবার সঙ্গে আচমকাই কথা কাটাকাটি। রাগের মাথায় শ্বাসরোধ করে বাবাকে খুন করল ছেলে। 'নৃশংস অপরাধ'কে দুর্ঘটনা প্রমাণ করতে বন্ধুদের সাহায্যে দেহ লোপাটের চেষ্টাও করে। কর্নাটকের পুলিশ তদন্ত শুরু করলে সামনে আসে আসল কারণ (Karnataka Man Strangles Father)।