দ্য ওয়াল ব্যুরো: যন্ত্র কেনায় দুর্নীতির (corruption) অভিযোগে বিতর্কে জড়াল আর আহমেদ ডেন্টাল কলেজ (R Ahmed Dental College)। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রের বাজারদর ৩ থেকে সাড়ে ৮ লক্ষ টাকার মধ্যে হলেও, তা কেনা হয়েছে ১৫ লক্ষ টাকায়। অভিযোগ উঠেছে, স্বাস্থ্যভবন থেকে নির্দিষ্ট একটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে, অন্যদের টেন্ডার ডাকার সুযোগ দেওয়া হয়নি।
সূত্রের খবর, সম্প্রতি কলেজের শিশু দন্তচিকিৎসা বিভাগে (পেডোডনটিকস ও প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি) ‘কনশাস সিডেশন মেশিন’ নামে দুটি যন্ত্র কেনা হয়েছে। অভিযোগ, ৩ লক্ষ টাকার যন্ত্র কেনা হয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি দামে।