দ্য ওয়াল ব্যুরো: রেখার কেরিয়ারে ‘উমরাও জান’ এমন একটি সিনেমা, যা নিয়ে বারবার উঠে এসেছে চর্চায়। ১৯৮১ সালে মুক্তি পাওয়া মুজাফফর আলি পরিচালিত এই ছবিটি এবার ফের মুক্তি পাচ্ছে বড় পর্দায়। আগামী ২৭ জুন, ২০২৫-এ সিনেমাহলে ফিরছে ‘উমরাও জান’। এই উপলক্ষে একটি বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেন রেখা নিজেই, যেখানে ছিলেন বলিউডের একাধিক নামজাদা তারকা।
এই স্ক্রিনিংয়ের জন্য মণীশ মালহোত্রার ডিজাইন করা সাদা ও সোনালি পোশাকে নিজেই আবার যেন হয়ে উঠলেন ‘উমরাও জান’। তবে এর সঙ্গে সঙ্গে ফের সামনে উঠে এল রেখা-অমিতাভ সম্পর্ক ঘিরে পুরনো আলোচনা।
#REL