দ্য ওয়াল ব্যুরো: যাঁর পরিকল্পনায় একের পর এক রাজ্যে পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, সেই প্রশান্ত কিশোর (Prashant Kishor) এবার শুধু পরামর্শ নয়, নিজের দলের পতাকা হাতে নামছেন বিহারের ভোটের লড়াইয়ে। আর লড়াইয়ের শুরুতেই তিনি তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে। স্পষ্ট বললেন, আসন্ন নির্বাচনের পরে বিহার (Bihar Election 2025) আর তাঁর মুখ দেখবে না। পরিবর্তন অবশ্যম্ভাবী—এই বার্তা দিতেই রাজ্যের জনতাকে সরাসরি আহ্বান প্রশান্ত কিশোরের।