দ্য ওয়াল ব্যুরো: বিহারের পাটনায় রাজনৈতিক হিংসা ফের রক্ত ঝরাল। বিধানসভা ভোটের মুখে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন হন জন সুরাজ পার্টির এক কর্মী। নিহতের নাম দুলারচাঁদ যাদব। ঘটনাটি ঘটেছে পাটনার মোকামা বিধানসভার তাল এলাকায়। এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মোকামার জেডিইউ প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার করেছে বিহার পুলিশ। শনিবার গভীর রাতে নাটকীয় অভিযানে আটক করা হয় তাঁকে।