দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের (PM Modi Abuse Row) জেরে শুক্রবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল বিজেপি (BJP)। পাল্টা কংগ্রেস (Congress) কর্মীরাও মাঠে নামতেই দুই শিবিরের মধ্যে মারপিট লেগে যায়।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দুই দলের কর্মীরা দলীয় পতাকা দিয়েই একে অপরকে মারছেন। বিজেপি নেতা নীতিন নবীন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মায়ের অপমানের বদলা বাংলার প্রতিটি ছেলে কংগ্রেসকে দেবে। এর জবাব আমরা অবশ্যই নেব।”