দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটে (Bihar Election) প্রথম পরীক্ষায় একেবারে শূন্য হাতে ফিরেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraj Party)। ২৩৮টি আসনে লড়ে একটাও আসন পায়নি তারা। তাদের ঝুলিতে গিয়েছে মোটে ৩.৪৪ শতাংশ। আর এই ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই তুলে নিলেন পিকে (Prashant Kishor)।
শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।”