দ্য ওয়াল ব্যুরো: বলিউডে সাহসী দৃশ্য মানেই একসময় নাম উঠত মল্লিকা শেরাওয়াতের। তবে সেই সাহস কখনও কখনও বিপদও ডেকে এনেছিল। যেমনটা হয়েছিল ২০০৩ সালের ‘খোয়াইশ’ ছবির শুটিংয়ে।
ছবির একটি গানের দৃশ্যে ঝরনার নিচে শুট করছিলেন মল্লিকা শেরাওয়াত ও হিমাংশু মালিক। ক্যামেরার সামনে স্বল্প পোশাকে দু’জন, জলভেজা শরীর—চিত্রনাট্য অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্ত। পরিচালক দৃশ্যটি ‘রিয়েল’ করতে বলেছিলেন ঠোঁট-ঠাসা চুমুর মাধ্যমে। ঠিক সেভাবেই হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখেন মল্লিকা। কিন্তু পরের মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।
#REL