দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার বিহারে পা রাখলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। শুক্রবার তিনি পৌঁছান পাটনায় এবং জানান, এই রাজ্যের প্রতি তাঁর কৌতূহল ও ভালবাসা অনেকদিনের। শুধু ঘোরাঘুরি নয়, বিহারের জনপ্রিয় খাবার লিট্টি-ছোখা ও কচোরি খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অভিনেত্রী।
পাটনায় পা রেখেই মল্লিকা বলেন, “আমি জীবনে প্রথমবার বিহারে এলাম। পাটনার প্রতিটি প্রান্ত ঘুরে দেখতে চাই। এখানে রাস্তায় যেসব খাবার পাওয়া যায়, বিশেষ করে লিট্টি-ছোখা আর কচোরি, তা খেতে চাই। শুনেছি এগুলো খুবই সুস্বাদু।”
#REL