দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়। গতরাতে রাত প্রায় ২টো নাগাদ ঘটে ঘটনাটি। প্রবল জলধারায় একটি নির্মীয়মাণ হোটেল ভেঙে পড়ে এবং অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
পাহাড় থেকে ধস নামার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটলেও অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং পুলিশ। উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য ANI-কে জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
#REL