দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে পুলিশের এক আধিকারিকের হাতে মার খেলেন এক বৃদ্ধ ব্যক্তি। ওই বৃদ্ধ কানে শুনতে পান না, ফলে পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায়, তাঁকে থাপ্পড় ও লাথি-ঘুষি মারার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় এবং তা ইতিমধ্যেই ভাইরাল।
ঘটনাটি ঘটেছে মোহররম উপলক্ষে এলাকার ডিজে (DJ) অপারেটরদের দোকান ঘিরে তল্লাশি চালানোর সময়। পুলিশ জানতে চায় একটি বন্ধ দোকান সম্পর্কে, যার বাইরে বসে ছিলেন ওই বৃদ্ধ। হীরামন পুরওয়া আউটপোস্টের ইনচার্জ ডিসি রাজপুত বৃদ্ধকে জিজ্ঞেস করেন, দোকানের বাইরে লাগানো বোর্ডটি কাদের।
#REL