দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফিরে এলেন জেনেলিয়া দেশমুখ, আর ফিরেই বাজিমাত। ১৩ বছর পর তাঁর হিন্দি ছবিতে প্রত্যাবর্তন হয়েছে ‘সিতারে জমিন পর’-এর মাধ্যমে। শুধু বক্স অফিস নয়, মানুষের মনেও দাগ কেটেছে ছবির গল্প আর জেনেলিয়ার অভিনয়। আর এই ফেরা যেন অভিনেত্রীর কাছেও এক নতুন শুরু।
জেনেলিয়ার কথায়, “গত দশ বছরে খুব বেশি কাজ করিনি। মাঝে মাঝে বন্ধুদের জন্য কোনও গানে বা ওটিটির দু-তিনটে ছবিতে কাজ করেছি। ভাবতাম, মানুষ হয়তো আমায় ভুলেই গেছে। তাই এখন যখন শুনি, দর্শক আমায় আরও দেখতে চান—এটা যেন সবচেয়ে বড় প্রশংসা।”