দ্য ওয়াল ব্যুরো: এই পুজোয় সকলের জন্য নতুন উপহার নিয়ে আসছেন 'সা রে গা মা পা' খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য। তাঁর গাওয়া নতুন গান ‘যে জন প্রেমের ভাব জানে না’ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। গানটির রেকর্ডিং শেষ হয়েছে ২৪ জুন, ২০২৫।
এই আধুনিক লোকগানে অঙ্কিতার পাশাপাশি শোনা যাবে অভিষেক ভট্টাচার্যের গলা। জানা যাচ্ছে, গানটির পুরুষ কন্ঠ তাঁর। ‘যে জন প্রেমের ভাব জানে না’র সুরে ও কথায় ধরা পড়বে এক অব্যক্ত ভালবাসার গল্প।
#REL
গানটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপন মল্লিক। তাঁর ক্যামেরার ফ্রেমে ধরা পড়বে বাংলার লোকসংগীতের ছোঁয়ায় রাঙানো হৃদয়ের ভাষা।