দ্য ওয়াল ব্যুরো: একসময় স্থানীয় পৌরসভার এক মারাঠি মাধ্যমের স্কুলে বেঞ্চ না থাকায় মাটিতে বসেই পড়তে হতো তাঁকে। সেখান থেকে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসন- এই উত্তরণ সহজ হয়তো ছিল না, নেপথ্যে ছিল কঠিন অধ্যাবসায়।
ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। ১৪ মে, বুধবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ভারতের দ্বিতীয় দলিত ব্যক্তি হিসেবে দেশের সর্বোচ্চ বিচারক- এই মর্মে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে তাঁর নাম। এর আগে ২০০৭ সালে বিচারপতি কে.জি. বালাকৃষ্ণন প্রথম দলিত সিজেআই হয়েছিলেন।