দ্য ওয়াল ব্যুরো: কসবা গণধর্ষণ-কাণ্ডের (Kasba incident,) রেশ কাটতে না কাটতেই বারাসতে ফের শ্লীলতাহানির ঘটনা ( Barasat molestation)। রবিবার দুপুর ১টা নাগাদ বারাসতের ১২ নম্বর রেলগেট এলাকায় এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির (safety of girls) অভিযোগ ওঠে।
নির্যাতিতা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাজু শেখ (৩৫) তাঁর পথ আটকায় এবং অশালীন আচরণ করে। নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
#REL