দ্য ওয়াল ব্যুরো: গালফ অফ ওমান দিয়ে যাওয়ার সময় আচমকাই ইঞ্জিনরুমে ভয়ঙ্কর আগুন ধরে যায় একটি বিদেশি পণ্যবাহী জাহাজের। সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাহাজটি। সংকটজনক মুহূর্তে সাহায্য করে ভারতীয় নৌসেনা। উদ্ধারকার্য শুরু করে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তবর। প্রাণে বাঁচেন ১৪ জন ভারতীয় নাবিক।
ঘটনাটি রবিবারের। ‘এমটি ই চেং ৬’নামের পুলাউ পতাকাবাহী জাহাজটি গুজরাতের কাণ্ডলা বন্দর থেকে ওমানের শিনাস বন্দরের দিকে যাচ্ছিল। মাঝপথেই ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লাগে এবং পুরো জাহাজে বিদ্যুৎ চলে যায়। সংকেত পাঠানো হয় নিকটবর্তী যুদ্ধজাহাজকে।
#REL