দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব করল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ ১ জুলাই তাঁকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
২৬ জুন এক মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ।
#REL
এই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে- ধর্ষণ ৩৭৬ (২), গর্ভপাত করানোর অভিযোগ (৩১৩), অপমান ও হুমকি (৫০৬), প্রতারণা (৪১৭)।