দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার পর ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর' অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে নিখুঁত আঘাতের প্রমাণ মিলল আরও একবার। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যম তাঁদের রিপোর্টে দাবি করেছে, নতুন উপগ্রহ চিত্রে ভারতের ধ্বংসাত্মক অভিযানের প্রমাণ একেবারে স্পষ্ট। কী রয়েছে সেই রিপোর্টে?
ভারতীয় সেনার অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয়েছে। নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে মূলত দুই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র — সইদনা বিলাল ক্যাম্প এবং কোটলি গুলপুর ক্যাম্পের ছবি। কী বোঝা যাচ্ছে সেই ছবি দেখে?
#REL